Select Page

পৃথিবীর নিকৃষ্টতম শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে আবারও ঢাকার নাম উঠেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বসবাসের অযোগ্যতার পরিমাপে দ্বিতীয় স্থান দখল করল এই রাজধানী। বিশ্বের ১৪০টি দেশ নিয়ে করা এই পরিসংখ্যানে বাংলাদেশের ঢাকা ১৩৯তম অবস্থানে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রকাশিত একটি তালিকায় বেরিয়ে এসেছে এ তথ্য। তালিকাটি সারা বিশ্বের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা, অপরাধ প্রবণতা, শিক্ষার হার এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির মান বিবেচনায় করা হয়েছে। ইকোনমিস্ট বলছে, জঙ্গিবাদ, সামাজিক অসন্তোষ, অপরাধ প্রবণতা ঢাকার মতো শহরগুলোর জীবনমান নিম্নমুখী করে তুলছে। সবচেয়ে বাসযোগ্য শহরের মর্যাদায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। এটিই প্রথমবারের মতো ইউরোপের কোনো শহরের প্রথম স্থান দখল। গত তালিকা থেকে এবার এক ধাপ নিচে নেমেছে মেলবোর্ন।

আরও পড়ুন- কিছু তথ্য এসেছে, যা উদ্বেগজনক: জয়

ভিয়েনা ও মেলবোর্নের পর শীর্ষে থাকা অন্য শহরগুলো হচ্ছে— জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যনাক্যুভার, জাপানের টোকিও, কানাডার টরেন্টো, ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার অ্যাডিলেড। তালিকার সর্বশেষ অবস্থানে বসবাসের জন্য সবচেয়ে অযোগ্য শহরের (১৪০টি শহরের মধ্যে ১৪০তম) তকমা মিলেছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের। শুধু এই দামেস্কের আগে ঢাকার অবস্থান।

বিস্তারিত পড়তে ক্লিক করুন